
নবীনগর।।
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় রসুল্লাবাদ গ্রামে গাছ কাটতে গিয়ে গাছের নিচে চাপা পরে মো. মিজান (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার ২৩ জানুয়ারি দুপুরে নবীনগর উপজেরলার রসুল্লাবাদ ইউনিয়নে এ ঘটনা ঘটনা। নিহত মিজান একই এলাকার পশ্চিম পাড়া গ্রামের মিলন মিয়ার ছেলে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নবীনগর থানার ওসি মো. আমিনুর রশিদ।তিনি জানান, মিজানের পেশা ছিল গাছ কাট। রসুল্লাবাদ গ্রামের নান্টু মিয়ার বাড়িতে নারিকেল গাছ কাটতে যায়। গাছ কাটার সময় অসাবধানতা বসত গাছটি তার উপরে পড়ে যায়। এতে ঘটনাস্থলে মিজান মারা যায়।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করেছে।