আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

বাঞ্ছারামপুরে অতিরিক্ত মদপানে বৃদ্ধের মৃত্যু

বাঞ্ছারামপুর 24 January 2022 ২১৬

বাঞ্ছারামপুর।।

বাঞ্ছারামপুরে অতিরিক্ত মদপানে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলার মীরপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
মোস্তফা কামাল খান একই এলাকার মৃত দৌলত আহম্মেদ খানের ছেলে মোস্তফা কামাল খান (৬৫।।মৃতের স্বজনরা জানান, রবিবার রাতে মোস্তাফা কামালের বাড়ির শোয়ার কক্ষে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে গিয়ে নিশ্চিত হন তিনি মারা গেছেন। এ সময় তার নিথর দেহের পাশে দুটি বিদেশি মদের বোতল ছিলো।
এ খবর পেয়ে বাঞ্ছারামপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঞ্ছারামপুর থানার ওসি রাজু আহম্মেদ বলেন, খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত মদ্যপানে সে মারা গেছে। ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।