
সরাইল।।
সরাইলে নিজ হাল চাষের ট্রাক্টরের নিচে চাপা পড়ে এক চালক নিহত হয়েছে।আজ সোমবার ২৪ জানুয়ারি সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিশার বাজারের উত্তর পাশে ব্রিজ সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।নিহতের বাড়ী সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিশার গ্রামের মনু মিয়ার ছেলে মলাই মিয়া (৪১)। ৪ ভাই ও ২ বোনের মধ্যে মলাই ছিল সবার বড়। এদিকে স্বামীকে হারিয়ে ৩ ছেলে ও ২বছরের শিশু সন্তানের দিকে তাকিয়ে বার বার মূর্ছা যাচ্ছিলেন নিহতের স্ত্রী আকলিমা বেগম।
স্থানীয়রা জানান, মলাই মিয়া ট্রাক্টরের চালক ছিলেন,প্রতিদিনের মত রবিবার বিকেলে হালচাষ করতে পার্শ্ববর্তী এলাকা কুচনী, কানিউচ্ছ গ্রামের জমিতে চাষাবাদ করতে যায় মলাই মিয়া। সেখান থেকে সারারাত চাষাবাদ করে ভোর পাঁচটার দিকে বাড়িতে ফেরার পথে কাটানিশার বাজারের উত্তর পাশে ব্রিজ সংলগ্ন এলাকায় তার নিজের ট্রাক্টরটির নিচে পরে যায়। সেখান থেকে এলাকাবাসীর সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।সরাইল থানার ওসি মো. আসলাম হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।