
আখাউড়া।।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্বাস্থ্যবিধি না মানায় ২৫ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার মোগড়া বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সাইফুল ইসলাম।উপজেলা প্রশাসন সূত্র জানায়, অভিযান চলাকালে পথচারী, ক্রেতা-বিক্রেতাসহ বিভিন্ন যানবাহনের ২৫ জন চালককে ৪৫০০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।এসময় উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর রফিকুল ইসলামসহ থানা পুলিশের একটি দল সহযোগিতা করেন।উপজেলা প্রশাসনের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সাইফুল ইসলাম বলেন, স্বাস্থ্যবিধি লংঘনের দায়ে সংক্রামক রোগ ( প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন – ২০১৮ এর ধারায় তাদের জরিমানা করা হয়েছে। তিনি আরো বলেন সরকার ঘোষিত চলমান স্বাস্থ্য বিধি বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে।