আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ায় কার্ডে প্লাস্টিকের লেমিনেশনের ব্যবহারে নিষেধাজ্ঞা

ব্রাহ্মণবাড়িয়া সদর 27 January 2022 ৩২৭

ব্রাহ্মণবাড়িয়া।।

সব ধরনের মুদ্রণ কার্ডে প্লাস্টিকের লেমিনেশনের ব্যবহারে নিষেধ করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম।আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের জেলা প্রেস মালিক সমিতির সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত জানান নবাগত জেলা প্রশাসক।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত ছিলেন জেলা প্রেস মালিক সমিতির সদস্যরা। এ সময় জেলা প্রশাসক মো. শাহগীর আলম জেলা প্রেস মালিক সমিতির সদস্যদের সঙ্গে ভিজিটিং কার্ড এবং সরকারি-বেসরকারি ও সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণে অতিথিদের জন্য দাওয়াত কার্ডের প্রস্তুতের সময় প্লাস্টিকের লেমিনেটিং দেওয়া নিয়ে কথা বলেন।
পরিবেশের জন্য পলিথিন ও প্লাস্টিক ক্ষতিকারক উল্লেখ করে জেলা প্রশাসক প্রেস মালিক সমিতির সদস্যদের মুদ্রিত সব ধরনের কার্ডে প্লাস্টিকের লেমিনেশনের ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেন। মুদ্রিত সব ভিজিটিং ও বিভিন্ন দাওয়াত কার্ডে প্লাস্টিকের লেমিনেশন ব্যবহার করলে প্রেসের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হবে বলে প্রেস মালিক সমিতিকে জানান জেলা প্রশাসক।
নির্বাচনী প্রচারণার বিভিন্ন পোস্টারেও পলিথিনের ব্যবহারের বিষয়ে নিষেধ করেন জেলা প্রশাসক। এ সময় প্রকাশ্যে ধূমপানের বিষয়েও আলোচনা হয়। সিগারেটের অবশিষ্ট অংশ ফেলার জন্য শহরের বিভিন্ন পয়েন্টে নির্ধারিত জায়গা করে বালুভর্তি বালতি বা পাত্র রাখার পরামর্শ দেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন তিতাস অফসেট প্রেসের স্বত্বাধিকারী ও জেলা প্রেস সমিতির উপদেষ্টামণ্ডলীর সদস্য গিয়াস উদ্দিন, শুভেচ্ছা অফসেট প্রেসের স্বত্বাধিকারী ও জেলা প্রেস সমিতির সাধারণ সম্পাদক এস আলম, প্রগতি অফসেট প্রেসের স্বত্বাধিকারী ও জেলা প্রেস সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ, মৌসুমী অফসেট প্রেসের স্বত্বাধিকারী, জেলা প্রেস সমিতির সাংগঠনিক সম্পাদক খায়রুজ্জামান ইমরান প্রমুখ।