
ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে সোলেমান মিয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত শনিবার সন্ধ্যায় সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের রাধিকা বাজারে এই ঘটনা ঘটে। মৃত সোলেমান মিয়া একই ইউনিয়নের গজারিয়া গ্রামের সালাহউদ্দিন মিয়ার ছেলে।মৃত সোলেমানের বড় ভাই লোকমান মিয়া বলেন, সোলেমান রাধিকা বাজারের সুমন মিয়ার ওয়ার্কশপে কাজ করতো।শনিবার সন্ধ্যায় একটি ব্যাটারিচালিত অটোরিকসার ঝালাইয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, পুলিশ সোলেমানের লাশ উদ্ধার করে তার লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।