
ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের সৌজন্যে সদর উপজেলার ১১টি ইউনিয়নে কর্মরত ৩৭ জন গ্রাম পুলিশ (দফাদার ও মহল্লাদার) এর মাঝে বিনামূল্যে সাইকেল বিতরণ করা হয়েছে। গতকাল রোববার দুপুরে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম দফাদার ও মহল্লাদারদের মধ্যে বাই সাইকেল বিতরণ করেন। সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ামিন হোসেনের সভাপতিত্বে বাই সাইকেল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজুর রহমান। উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারি কমিশনার হাসিবা খান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট লোকমান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা মুজিব রিনাসহ সদর উপজেলার বিভিন্ন দফতরের শীর্ষ কর্মকর্তাগন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম বলেন, দফাদার ও মহল্লাদাররা গ্রামের তথা একটি ইউনিয়নের আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বাত্মক ভূমিকা পালন করেন। সে ক্ষেত্রে সরকারের পক্ষ থেকেও তাদের সুযোগ-সুবিধা বাড়ানো হয়েছে। সরকার দফাদার ও মহল্লাদারদের যাতায়াতের জন্য বাই সাইকেল দিয়েছে। এতে করে তাদের কাজের দায়িত্ব আরো বেড়ে গেছে। সরকারের সেবা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের কাছে পৌঁছাতে সহায়ক হিসেবে এই বাইসাইকেল আপনাদের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।