আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

জোরা খুন হওয়া এরশাদুলের ভাই আক্তারুজ্জামান চেয়ারম্যান নির্বাচিত

নবীনগর, রাজনীতি, সারাদেশ 31 January 2022 ৩৪০

নবীনগর।।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাতটি ইউনিয়নে
ষষ্ঠ ধাপে সোমবার অনুষ্ঠিত। নাটঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মো. আক্তারুজ্জামান পাঁচ হাজার ৫০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি সম্প্রতি গুলিতে নিহত হওয়া এরশাদুল হকের ভাই। জেলা নির্বাচন অফিস ও জেলা পুলিশের বিশেষ শাখা থেকে প্রাপ্ত ফলাফল থেকে এ তথ্য পাওয়া গেছে। ফলাফল অনুযায়ী আকতারুজ্জামনের নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাইফুল আলম পেয়েছেন পাঁচ হাজার ৪১ ভোট। আক্তারুজ্জামানের বড়ভাই এরশাদুল হক নাটঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। গত ১৭ ডিসেম্বর একই ইউনিয়নের কুড়িঘর গ্রামে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন এরশাদুল ও তার সহযোগী বাদল সরকার। পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে পুলিশ জানায়। পরবর্তীতে নাটঘর ইউপি থেকে চেয়ারম্যান পদে লড়ার জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনেন এরশাদুলের স্ত্রী ইসরাত জাহান ও তার ভাই আক্তারুজ্জামান। কিন্তু তাদের কেউই আওয়ামী লীগের মনোনয়ন পাননি। এ অবস্থায় আকতারুজ্জামান স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচনে প্রার্থী হয়ে প্রতিদন্দিতা করে বিজয়ী লাভ করেন।