আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

আখাউড়ায় পুলিশের অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আখাউড়া 6 February 2022 ১৮৩

আখাউড়া।।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। গত শনিবার দিনভর অভিযানে এশাধিক মামলার তিনজন পলাতক আসামীসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। (গ্রেপ্তারকৃতদের মধ্যে একজনের বিরুদ্ধে ১০টি মাদক মামলা ও ২ জনের বিরুদ্ধে ৫টি মাদক মামলা রয়েছে।) অভিযান চলাকালে ৪ কেজি গাঁজা ও ৪০ বোতল নেশাজাতীয় স্কপ সিরাপ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, শনিবার দুপুরে এসআই নিয়ামুল হুসাইনের নেতৃত্বে পুলিশ আমোদাবাদ এলাকায় অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ পাঁচটি মাদক মামলার পলাতক আসামী ওই এলাকার রমজান মিয়া ও কিশোরগঞ্জ জেলার বাজিতপুরের পলাশ মিয়াকে গ্রেপ্তার করে।
পৃথক অভিযানে এএসআই মোঃ হেলাল উদ্দিনের নেতৃত্বে পুলিশ নুরপুর মধ্যপাড়া থেকে লিয়াকত আলীকে ৪০ বোতল স্কপ সিরাপসহ গ্রেপ্তার করে। লিয়াকতের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়ায়। তার বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। লিয়াকত বর্তমানে নুরপুর মধ্যপাড়াতেই বসবাস করেন।
এসআই মোঃ জাকির হোসেনের নেতৃত্বে পুলিশের আরেকটি দল অভিযান চালিয়ে মাদক মামলার গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী উপজেলার দেবগ্রামের মোঃ রজব মিয়াকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। এছাড়া পুলিশ পৃথক অভিযানে উপজেলার মনিয়ন্দের মাদক মামলার আসামী মোঃ বাদল মিয়াকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে আখাউড়া ওসি মোঃ মিজানুর রহমান বলেন, শনিবার দুপুর থেকে পুলিশের এ বিশেষ অভিযান চালানো হয়।