
ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবি সমিতির ২০২১ বিদায়ি কমিটি ২০২২ নব-নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর করেন।আজ সোমবার বেলা ৩টায় জেলা আইনজীবি সমিতির ভবনের ২য় তলায় দায়িত্বভার হস্তান্তর অনুষ্ঠানে নব-নির্বাচিত কমিটিকে দায়িত্বভার দেওয়া হয়।ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবি সমিতির
দায়িত্বভার হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: শফিকুল আলম লিটন সাবেক সভাপতি জেলা আইনজিবি সমিতি ও অনুষ্ঠান পরিচালনা করেন মফিজুর রহমান বাবুল নব-নির্বাচিত সাধারণ সম্পাদক জেলা আইনজিবি সমিতি।গত জানুয়ারি ২৭ তারিখ বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অ্যাডভোকেট মোঃ তানবীর ভূঞা সভাপতি ও অ্যাডভোকেট মফিজুর রহমান বাবুল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তারা দুজনই বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনিত প্যানেল থেকে নির্বাচিন করেছিলেন। অন্যন্য পথে যারা বিজয়ী হয়েছেন তারা হলেন, সহ-সভাপতি পদে বিলকিস সুলতানা খানম (পপি), সম্পাদক প্রশাসন পদে আক্কাস আলী, সম্পাদক কল্যাণ ও সংস্কৃতি পদে মো. আলাউদ্দিন, সম্পাদক লাইব্রেরি পদে আবু বক্কর সিদ্দিকী (বাবর), সদস্য পদে মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী (তারেক), এ এইচ এম মনিরুজ্জামান (সুমন), আবু সালেহ মোহাম্মদ ফাহাদ ও রাকিব হোসেন নির্বাচিত হয়েছেন। অডিটর পদে জাকির হোসেন রাসেল বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিদায়ী কার্যনির্বাহী কমিটি ২০২১ এর দায়ীত্বভার হস্তান্তর অনুষ্ঠানে অন্যানদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জেলা আইনজিবি সমিতির সাবেক সভাপতি ওসমান গনি (১), সাবেক সভাপতি সরোয়ার-ই আলম, সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ খাঁন, সিনিয়র আইজিবি হামিদুর রহমান(১), এম.এ করিম, মিন্টু ভৌমিক, সালাহ উদ্দিন আহম্মদ খাঁনসহ অন্যান্য প্রায় চারশত সিনিয়র জুনিয়র আইনজিবি ও সর্বস্তরের বিজ্ঞ আইনজিবিগণ উপস্থিত থেকে নব-নিবার্চিত কমিটির উউত্তরোত্তর সাফল্য কামনা করেন।