আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

জেলায় আরও ১ জনের মৃত্যু।। ২২ জন আক্রান্তসহ সুস্থ ১৯

ব্রাহ্মণবাড়িয়া সদর 8 February 2022 ১৯০

ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন মৃত্যুবরণ করেছেন। এ বছর এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ৩ জন মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে ফেব্রুয়ারি মাসে ২ জন ও জানুয়ারি মাসে ১ জন মৃত্যুবরণ করেছেন। এর আগে গত ২০১৯ ও ২০২০ সালে ১৮১ জন মৃত্যুবরণ করেছেন। সদ্য মৃত ব্যক্তি জেলার সদর উপজেলার বাসিন্দা। গতকাল মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন অফিসের অফিসিয়াল পেইজে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সিভিল সার্জনের অফিসের তথ্যঅনুযায়ী- সর্বশেষ ২৪ ঘণ্টায় ব্রাহ্মণবাড়িয়ায় শনাক্ত হয়েছেন ২৬ জন। একই সময়ে জেলায় সুস্থ হয়েছেন ১৯ জন। এদিন সরকারি-বেসরকারি ল্যাবরেটরিতে ২৪১ জনের নমুনা পরীক্ষার ফলাফলে সংক্রমণের হার দাঁড়ায় ১০ দশমিক ৭৯ শতাংশ। এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসে সর্বমোট আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৩শ’ ৩৯ জন।  এদিনও জেলায় সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত হয়েছেন জেলার সদর উপজেলায়। এ উপজেলায় আক্রান্তের সংখ্যা ১২ জন। এদিকে সর্বশেষ ২৪ ঘণ্টায় ব্রাহ্মণবাড়িয়ায় সেলফ আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১৯ জন। সবমিলিয়ে জেলায় কোভিডের চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১২ হাজার ২শ’ ১৭ জন। অন্যদিকে জেলায় সোমবার করোনাভাইরাসের ২৪১টি নমুনা সংগ্রহসহ এ যাবত সংগৃহীত নমুনার সংখ্যা ৮১ হাজার ৮শ’ ৪২টি। এর মধ্যে ৮১ হাজার ৮শ’ ৩৭টি নমুনা পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯৩৮ জন রোগী আইসোলেশনে থেকে চিকিৎসা গ্রহণ করছেন। এর মধ্যে ৯শ’ ৩২ জন রোগী সেলফ আইসোলেশনে ও ৬ জন রোগী হাসপাতাল আইসোলেশনে চিকিৎসাধীন।
ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়- সর্বশেষ ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারের পিসিআর, ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল, ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের পিসিআর ল্যাবে ২৪১টি পরীক্ষায় শনাক্ত হওয়া ২৬ জনের মধ্যে সদর উপজেলার ১২ জন, বাঞ্ছারামপুরে ৯ জন, কসবায় ৪ জন ও বিজয়নগরে ১ জন। একই সময়ে সুস্থ হওয়া ১৯ জনের মধ্যে সদরে ১৫ জন আশুগঞ্জ উপজেলায় ৪ জন।
সিভিল সার্জন অফিসের তথ্যমতে, সর্বমোট হিসাবে ব্রাহ্মণবাড়িয়ায় আক্রান্ত ১৩,৩৩৯ জনের মধ্যে সদর উপজেলায় ৫১৬১ জন, নাসিরনগরে ৩৭৩ জন, সরাইলে ৭৭৪ জন, আশুগঞ্জে ১২৭২ জন, বিজয়নগরে ৪০৫ জন, নবীনগরে ১৯৫১ জন, আখাউড়ায় ৬৪১ জন, কসবায় ১৮৭৯ জন ও বাঞ্ছারামপুরে ৮৮৩ জন। জেলায় সর্বমোট সুস্থ হওয়া ১২২১৭ জনের মধ্যে সদর উপজেলায় ৪৭৩৭ জন, নাসিরনগরে ৩৩৬ জন, সরাইলে ৭০৮ জন, আশুগঞ্জে ১০৭৩ জন, বিজয়নগরে ৩৬২ জন, নবীনগরে ১৮১০ জন, আখাউড়ায় ৫৭৯ জন, কসবায় ১৭৯৪ জন ও বাঞ্ছারামপুরে ৮১৮ জন। জেলায় সর্বমোট মৃত্যুবরণ করা ১৮৪ জনের মধ্যে সদর উপজেলায় ৪৮ জন, নাসিরনগরে ৫ জন, সরাইলে ২৪ জন, আশুগঞ্জে ২০ জন, বিজয়নগরে ৬ জন, নবীনগরে ৪৭ জন, আখাউড়ায় ২০ জন, কসবায় ৮ জন ও বাঞ্ছারামপুরে ৬ জন।