
ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের প্লাটফর্ম থেকে অজ্ঞাতনামা পরিচয় ৪২ বছর বয়সী একজন অজ্ঞাত ভিক্ষুকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে অজ্ঞাতনামা লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন সদর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সুজন কুমার চক্রবর্তী।
পুলিশ ও রেলস্টেশন সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে রেলস্টেশনের টিকেট কাউন্টারের সামনে অজ্ঞাত এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে কয়েকজন যুবক ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পুলিশকে জানান। পরে সদর মডেল থানার পুলিশ গিয়ে অজ্ঞাত ব্যক্তির লাশটি করি। পরে লাশটি জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করি। রেলস্টেশন প্লাটফর্মের কয়েকজন জানান, সে ভিক্ষুক। সবাই ভিক্ষুককে জুয়েল নামে চিনতেন। সে স্টেশনের প্লাটফর্মে থাকতেন। সঠিক পরিচয় এখনোও পাওয়া যায়নি।
এ ব্যাপারে সদর মডেল থানার ওসি মুহাম্মদ এমরানুল ইসলাম জানান, অজ্ঞাত ব্যক্তির লাশটি উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনও পরিচয় শনাক্ত হয়নি।