
ব্রাহ্মণবাড়িয়া।।
বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, প্রত্যেক ধর্মেই মানবকল্যাণের কথা বলা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী মানবতার জননী বঙ্গবন্ধু কন্যা দেশরতœ শেখ হাসিনা একটি উন্নত সমৃদ্ধ বিজ্ঞানমনস্ক মানবিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছেন। আসুন, আমরা সকলে মিলে তাঁর এই অগ্রযাত্রায় সামিল হই। তিনি শীতার্ত মানুষের মাঝে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি ইউকের এই অনন্য মানবিক আয়োজনের জন্য সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং ইউকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সকল কল্যাণকর কাজে নিজেকে সম্পৃক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি গতকাল বিকেল চারটায় নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি ইউকের উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সংগঠনের সাধারণ সম্পাদক ওয়েস্টমিনিস্টার ল-এনফোর্সমেন্ট অফিসার শরিফুল হক কার্জনের সভাপতিত্বে এবং অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি অ্যাডভোকেট লোকমান হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ বিভূতিভূষণ দেবনাথ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইমরানুল ইসলাম, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান, নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এস আর এম ওসমান গনি সজীব। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া সদরসহ জেলার সবকটি উপজেলায় একহাজার দুইশত কম্বল বিতরণ করা হয়।