আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

বাখরাবাদের অভিযানে ৩০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ॥ জরিমানা আদায়

জাতীয়, ব্রাহ্মণবাড়িয়া সদর 9 February 2022 ২৪৫

ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়ায় বাখরাবাদের অভিযানে ৩০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং অবৈধ সংযোগ নেয়ার দায়ে ৮ জন গ্রাহককে জরিমানা করা হয়। অভিযানে ১ হাজার অবৈধ গ্যাস সঞ্চালন পাইপ উচ্ছেদ করা হয়। পাশাপাশি ১ কি.মি. দৈর্ঘ্য অবৈধ গ্যাস সঞ্চালন পাইপ অকার্যকর করে চিহ্নিত করা হয়। বুধবার (০৯ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার সুহিলপুরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস। বাখরাবাদের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয় ও কুমিল্লা প্রধান কার্যালয়ের ভিজিল্যান্স টিমের যৌথভাবে পরিচালিত এ অভিযানে বাখরাবাদের উর্ধ্বতম কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জানা গেছে, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এর ব্রাহ্মণবাড়িয়া কার্যালয় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে নিয়মিত অভিযান পরিচালনা করছে। গত জানুয়ারি মাসে সাড়াশি অভিযানের মাধ্যমে প্রায় শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বুধবার সকালে জেলার সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরার কপালি পাড়া ও মীরহাটি আলম পাড়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দীর্ঘ এক হাজার ফুট অবৈধ গ্যাস পাইপ উচ্ছেদ করা হয়। পাশাপাশি আরও ১ কিঃ মিঃ দৈর্ঘ্য অবৈধ গ্যাসের নেটওয়ার্ক অকার্যকর করে চিহ্নিত করে রাখা হয়। সার্বিক অভিযানে ওই এলাকায় ৩০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে ব্যবহার করার জন্য ৮ জন গ্রাহককে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয়ের ম্যানেজার (ইএস শাখা) প্রকৌশলী শফিকুল হক জানান, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে আমাদের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।