
ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় এক কিশোরী নিহত হয়েছেন।আজ বুধবার ৯ ফেব্রুয়ারি দুপুরে সদর উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের সুহিলপুর মৌলভীপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত রুনা আক্তার(১৭) নরসিংদী জেলার মনোহরদী এলাকার শামসুজ্জামানের মেয়ে।ঘটনার প্রত্যক্ষদর্শী ও রুনার ফুফাতো ভাই খুরশিদ আলম বলেন, দুপুরে মনোহরদী থেকে কসবা এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলাম। পথিমধ্যে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায় রুনা। এসময় পেছনে থাকা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে রুনার দুই পা থেঁতলে যায়। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালের অর্থপেডিক বিভাগে ভর্তি করেন। এর কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রুনা।হাসপাতালের মেডিকেল অফিসার ডা: আব্দুল্লা আল মামুন বলেন, রুনার দুই পায়ে গুরুতর আঘাত ছিল। পরে তাকে হাসপাতালের অর্থপেডিক বিভাগে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।খাঁটিহাতা হাইওয়ে ওসি শাহজালাল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়দের সহায়তায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। লাশ সদর হাসপাতালে রয়েছে।