আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

টেংকেরপাড় দানবীর লোকনাথ রায় চৌধুরী ময়দানে অবৈধ স্হাপনা ও ময়লা ভাগাড় অপসারনের দাবীতে মানববন্দন

ব্রাহ্মণবাড়িয়া সদর, সারাদেশ 10 February 2022 ২৪৩

ব্রাহ্মণবাড়িয়া।।

টেংকেরপাড় দানবীর লোকনাথ রায় চৌধুরী ময়দানে অবৈধ স্হাপনা ও ময়লা ভাগাড় অপসারনের দাবীতে আজ সকাল সাড়ে সাতটায় ভোরের সাথীর উদ্যোগে মানববন্ধন -বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি রিযাজ উদ্দিন জামি,সমাজ সেবক দেওয়ান মারুফ, ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট এমদাদুল হক চৌধুরী, টেংকেরপাড় জামে মসজিদের সাবেক সাধারণ সম্পাদক এস, এম, নাছের বাহার, নদী ও পরিবেশ সুরক্ষা সামাজিক সংগঠনের সভাপতি শামীম আহমেদ, লেখক সুভাষ রঞ্জন রায়, বিশিষ্ট ব্যবসায়ী খাজা মাঈনুদ্দিন।সভাপতিত্ব করেন ভোরের সাথীর সাধারণ সম্পাদক আবদুল্লাহ ভূইয়া।