আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

সরাইলে ছেলের বিয়ের আশীর্বাদের দিন বাবার মৃত্যু

সরাইল 11 February 2022 ২২৩

সরাইল।।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ছেলের বিয়ের আশীর্বাদের দিন বাবার মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ শুক্রবার উপজেলার অরুয়াইল ইউনিয়নের অরুয়াইল গ্রামের দাস পাড়ায় এ ঘটনা ঘটে। মৃত মাখন সাধু (৭৭) উপজেলার অরুয়াইল বাজার স্বর্ণকার মালিক সমিতির কোষাধ্যক্ষ মোহনলালের বাবা। এই ঘটনার পর বাড়িতে আনন্দের বদলে শোকে পরিণত হয়। মৃত মাখন সাধুর পারিবারিক সূত্র জানায়, উপজেলার অরুয়াইল এলাকার মাখন সাধুর তিন ছেলের মধ্যে শুক্রবার ছোট ছেলে বিধান দাসের বিয়ের আশীর্বাদের দিন ধার্যের আয়োজন চলছিল। এই উৎসব মুখর পরিবেশে দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে মাখন সাধু মৃত্যুর কোলে ঢলে পড়ে। বাড়িতে আনন্দের বদলে শুরু হয় শোকের মাতম।আজ শুক্রবার বিকালেই অরুয়াইল শ্মশানঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র ও দুই কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।