
বিজয়নগর।।
বিজয়নগর থানা পুলিশের বিশেষ অভিযানে ২৯৭ বোতল ফেন্সডিল ও প্রাইভেটকার সহ একজনকে আটক করা হয়। আজ রোববার ১৩ ফেব্রুয়ারী সকালে উপজেলার হরষপুর ইউনিয়নের পাইকপাড়া এলাকায় থানার ওসি মির্জা মোহাম্মদ হাসান এর দিকনির্দেশনায় এসআই মোঃ মেহেদী হাসান ও এএসআই সৈয়দ নাছির উদ্দিনের সঙ্গীয় ফোর্সের বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। আটককৃত যুবক নরসিংদী জেলার বেলাবো উপজেলার নারায়নপুর গ্রামের তপন সূত্রধরের ছেলে সাগর সূত্রধর(২৮)। এসময় ২৯৭ বোতল ফেন্সিডিল ও প্রাভভেটকারসহ তাকে আটক করা হয়। এ বিষয়টি নিশ্চিত করে এসআই মোঃ মেহেদী হাসান জানান, আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।