
কসবা।।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার কুটি ইউনিয়নের শান্তিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
তিনি উপজেলার বুগীর গ্রামের মালেক মিয়ার ছেলে সোহেল মিয়া (৪০) নিহতের পরিবার সুত্রে জানা যায়, সোহেল মিয়া গত সোমবার পাশ্ববর্তী ব্রাহ্মণপাড়া উপজেলার চারপাড়া গ্রামে তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। মঙ্গলবার বিকেলে নিজ বাড়ির উদ্দেশ্য রওয়ানা হন। রাতে উপজেলার কুটি চৌমুহনী বাসস্ট্যান্ড থেকে এক কিলোমিটার দূরে শান্তিপুর এলাকায় পৌঁছলে ব্রাহ্মণবাড়িয়া অভিমুখী একটি ট্রাক পেছন দিক থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই আরোহী সোহেল মিয়া মারা যায়। লোকজন তাকে চিনতে পেরে তার গ্রামের বাড়িতে খবর দিলে পরিবারের লোকজন এসে তাকে শনাক্ত করেন। কিছুদিন আগে প্রবাস থেকে ছুটিতে দেশে আসেন সোহেল মিয়া।ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি শাহজালাল আলম জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে।