আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ

ব্রাহ্মণবাড়িয়া সদর, রাজনীতি, সারাদেশ 16 February 2022 ১৭৭

ব্রাহ্মণবাড়িয়া।।
‘দাম কমাও -জান বাঁচাও’ দাবিতে বিক্ষোভ- সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি। সারাদেশে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ বুধবার ১৬ ফেব্রুয়ারি সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন পার্টির জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক কমরেড আছমা খানম। সভায় বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড সাজিদুল ইসলাম, সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড অ্যাড. সৈয়দ মো. জামাল, জেলা কমিটির  সদস্য কমরেড শাহজাহান সোহেল, শ্রমিক নেতা সাহেদ মিয়া প্রমুখ। বিক্ষোভ শেষে শহরের গুরুত্বপূর্ণ সড়কে লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন সরকার সিন্ডিকেটের মাধ্যমে দেশে লুট-পাট চালাচ্ছে। প্রতিনিয়ত চাল,ডাল, তৈল, জ্বালানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ছে। করোনার কারণে প্রায় ৩কোটি মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করছে। অপরদিকে ১১ হাজার ৬শ’ জন মানুষ নতুন করে কোটিপতি হয়েছে। নেতৃবৃন্দ আশুগঞ্জ সবুজ প্রকল্পের পানি কৃষকদের মাঝে প্রদানের নিশ্চিত করার দাবি জানানো হয়।