আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

সরাইলে টিকা নিতে আসা শিক্ষার্থী মারধরের শিকার

সরাইল 16 February 2022 ২১৩

সরাইল।।

সরাইলে টিকা নিতে আসা শিক্ষার্থী মারধরের শিকার হয়েছেন। আর এ অভিযোগ উঠেছে খুদ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিলের বিরুদ্ধে। এ ঘটনার পর নির্যাতিত ওই শিক্ষার্থীর অভিভাবক সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, আজ বুধবার ১৬ ফেব্রুয়ারি সকালে সরাইল অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ে আমার ছেলে কোভিট-১৯ টিকার ২য় ডোজ নেওয়ার জন্য লাইনে দাঁড়ালে সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান আমার ছেলের কাছে কোন স্কুলের ছাত্র পরিচয় জানতে চাইলে সে প্রতিউত্তরে কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের ছাত্র বলে জানায়। এই পরিচয় জানার সাথে সাথেই আমার ছেলের দুগালে স্বজোড়ে চর মারেন। আমার ছেলেকে কেন চড় দেয়া হলো আমি এর কারণ জানতে চাইলে তিনি আমাকেও অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এমন কি আমকে মারতেও উদ্ধৃত্ত হন।