
বাঞ্ছারামপুর।।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় অগ্নিকান্ডে ১২টি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টায় উপজেলা সদরের জামাল মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।
বাঞ্ছারামপুর থানা পুলিশের ওসি রাজু আহমেদ জানান, দুপুরে বাঞ্ছারামপুর বাজারে জামাল মার্কেটের একটি রেস্টুরেন্টের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুন আশপাশের দোকানগুলোতেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকান্ডে মার্কেটে থাকা হার্ডওয়্যার, ওষুধ ও কৃষি বীজসহ বিভিন্ন পণ্যের ১২টি দোকান পুড়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি।