আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

বিজয়নগরে ৯২ কেজি গাঁজাসহ দুই যুবক আটক

বিজয়নগর 18 February 2022 ২০৩

বিজয়নগর।।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা থেকে ৯২ কেজি গাঁজাসহ জুবাইদ (২৬) ও রুবেল (২৮) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার ১৮ ফেব্রুয়ারি ভোরে উপজেলার চম্পকনগর পুলিশ ফাঁড়ির সামনে থেকে তাদের আটক করা হয়। জুবাইদ জেলার সদর উপজেলার রামরাইল এলাকার আব্দুল নূরের ছেলে এবং রুবেল মোহাম্মদপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে।বিজয়নগর থানা পুলিশের ওসি মির্জা মোহাম্মদ হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৫টার দিকে চম্পকনগর পুলিশ ফাঁড়ির সামনে ফাঁড়ির ইনচার্জ নুরুল ইসলামের নেতৃত্বে পুলিশ একটি পিকআপ ভ্যান আটক করে তল্লাশি চালায়। এ সময় পিকআপ ভ্যানের বডির নিচে কৌশলে লুকিয়ে রাখা ৯২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।