
সরাইল।।
সরাইলে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় এক বৃদ্ধ নিহত । এসময় প্রাইভেটকারে থাকা আরও তিনজন আহত হয়েছে।আজ শুক্রবার ১৮ ফেব্রুয়ারি সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বাড়িউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত দুলু ভূইয়া(৭০) জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের ফেদিয়ার কান্দি গ্রামের মৃত রহমান ভূইয়ার ছেলে। খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ শাহজালাল আলম এতথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে একটি প্রাইভেটকার ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি বাসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে প্রাইভেটকারের সামনে বসে থাকা ওই বৃদ্ধ নিহত এবং তিনজন আহত হয়েছেন।