আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

একসঙ্গে তিন ছেলে সন্তান জন্ম দিলেন রুবিনা

ব্রাহ্মণবাড়িয়া সদর, সারাদেশ 20 February 2022 ২০৩

ব্রাহ্মণবাড়িয়া।।

একসঙ্গে তিন ছেলে সন্তান জন্ম দিলেন নাসিরনগরের এক গৃহবধু। ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসিরনগরের রুবিনা আক্তার নামে এ গৃহবধু শনিবার ১৯ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কুমারশীল মোড়ের গ্রামীণ জেনারেল হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তিন সন্তানের জন্ম দেন। এর আগেও তার আরো চার ছেলে সন্তান রয়েছে। রুবিনা এখন সাত ছেলে সন্তানের জননী। তিন নবজাতক ও তাদের মা সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
একাধিক সূত্র জানায়, নাসিরনগর উপজেলার সোনাতলা এলাকার বাসিন্দা দিনমজুর মো. জামাল মিয়ার স্ত্রী রুবিনা শনিবার সকালে প্রসব বেদনা নিয়ে ওই হাসপাতালে আসেন। আল্ট্রাসনোগ্রাম করার পর ওই নারীর গর্ভে তিন শিশু থাকার বিষয়টি ধরা পড়ে। গাইনী চিকিৎসক শিবলী রানী দেবী ও জুনিয়র কনসালটেন্ট (এনেসস্থেশিয়া) ডা. তৌহিদ আহমেদ চৌধুরী অস্ত্রোপচার করেন।
ডা. শিবলী রানী দেবী ও ডা. তৌহিদ আহমেদ চৌধুরী জানান, সকালে ওই প্রসূতির শারীরিক অবস্থা খারাপ হলে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। এ সময় গর্ভে থাকা শিশুদের নড়াচড়া কম থাকাসহ প্রসূতির বিভিন্ন সমস্যা ধরা পড়ে। অস্ত্রোপচারের মাধ্যমে ওই নারী তিন সন্তান প্রসব করেন।
তারা আরো বলেন, শিশু তিনটি এক কেজি ৫০০ গ্রাম, এক কেজি ৭০০ গ্রাম ও এক কেজি ৬০০ গ্রাম ওজনের। স্বাভাবিক সময়ের পাঁচ সপ্তাহ আগে শিশুগুলোর জন্ম হয়েছে। তাদেরকে পাশের একটি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে (ইনকিবিউটর) রাখা হয়েছে। প্রসূতি মা ও সন্তানরা ভালো আছেন।