আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

‘জয় বাংলা’ এখন জাতীয় স্লোগান

বিশেষ প্রতিবেদন, সারাদেশ 20 February 2022 ২৪৫

ঢাকা।।

‘জয় বাংলা’-কে জাতীয় স্লোগান ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। শিগগির এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। আজ রোববার (২০ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠক শেষে এ কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘জয় বাংলা’-কে জাতীয় স্লোগান হিসেবে বিবেচনা করতে হবে, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। আজকে কেবিনেটে আলাপের পর সিদ্ধান্ত হয়েছে যে, জয় বাংলাকে কেবিনেট থেকে একটা সার্কুলার দিয়ে জাতীয় স্লোগান হিসেবে প্রচার করতে হবে। অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে কোর্টের ইনস্ট্রাকশন নিয়ে আমরা নোটিফিকেশন দিয়ে দেব।
উল্লেখ্য, ২০২০ সালে ১০ মার্চ বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ ‘জয় বাংলা’-কে বাংলাদেশের জাতীয় স্লোগান হবে বলে রায় দেন। ওই দিন আদালতে আবেদনের পক্ষে ছিলেন রিট আবেদনকারী আইনজীবী ড. বশির আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।
রায় ঘোষণার সময় আদালত পর্যবেক্ষণে বলে, ‘জয় বাংলা জাতীয় ঐক্যের স্লোগান। জয় বাংলা জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রিয় স্লোগান এবং জয় বাংলা ৭ মার্চের ভাষণের সঙ্গে সংবিধানে অন্তর্ভুক্ত রয়েছে।