
ব্রাহ্মণবাড়িয়া।।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসের সুচনা করা হয়। আজ ২১ ফেব্রুয়ারি ২০২২, ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ এর প্রথম প্রহরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের আয়োজনে এবং সকল সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণের স্বত:স্ফূর্ত অংশগ্রহণে জেলা শহরের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছ।
২১ শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে গার্ড অব অনার প্রদান করেন জেলা পুলিশের নেতৃত্বে পুলিশ বহিনীর সদস্যরা ও স্কাউট এবং বিএনসিসির সদস্যরা।
পরে শহীদ মিনারে প্রথমে ফুলেল শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন জেলা প্রশাসক শাহগীর আলম এর নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান এর নেতৃত্বে জেলা পুলিশের সদস্যরা, ব্রাহ্মণবাড়িয়া পৌর মেয়র মিসেস নায়ার কবির,
জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকারের নেতৃত্বে ফুলের শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন জেলা আওয়ামীলীগ, জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল আলম এমএসসি, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাব,বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, জেলা উদীচী সংসদ,জাসদ জেএসসি,জেলা বিএনপি, জেলা জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা।