আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

এক ভুয়া চিকিৎসককে সরাইলে জরিমানা

সরাইল 22 February 2022 ২৫০

সরাইল।।

এক ভুয়া চিকিৎসককে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে আরও তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দিনভর উপজেলার পানিশ্বর বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সদস্যরা শফিকুল ইসলাম (৩০) নামের এক ভুয়া চিকিৎসককে জরিমানা করেন।ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, দীর্ঘদিন ধরে পানিশ্বর বাজারে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে দন্ত চিকিৎসা দিয়ে আসছিলেন শফিকুল ইসলাম। চিকিৎসা দেওয়ার কোনো ধরনের বৈধ সনদ ও কাগজপত্র না থাকলেও রোগীদের লিখিত প্রেসক্রিপশন দিয়ে যাচ্ছিলেন। তাই তাই তাকে ২০ হাজার টাকা এছাড়া আরো তিন প্রতিষ্ঠানকে সাত হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা করে তাদেরকে সতর্ক করা হয়।