আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ায় ৫৬টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন।।৬৮ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া সদর, সারাদেশ 22 February 2022 ১৯৫

ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন বাসা-বাড়িতে দেয়া ৫৬টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় ৬টি মামলায় ৬৮ হাজার টাকা জরিমানা, ৬০০ ফুট পাইপ লাইন অপসারণ ও ২ হাজার ৬৮০ ফুট পাইপ সিমেন্ট পোরিংয়ের মাধ্যমে অকেজো  করা হয়। মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে ইমামা বানিনের নেতৃত্বে পৌর এলাকার ভাদুঘর গ্রামে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র মোটা টাকার বিনিময়ে ব্রাহ্মণবাড়িয়া শহর ও সদর উপজেলার বিভিন্ন বাড়িতে অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে আসছে। অবৈধ এইসব গ্যাস সংযোগের কারনে শহরের বৈধ গ্রাহকদের চুলার চাপ কমে গেছে। শহরের বিভিন্ন মহল্লায় সকাল বেলা চুলায় গ্যাসের চাপ থাকেনা। অবৈধ গ্যাসের বিষয়টি নিয়ে বিভিন্ন ফোরামে অভিযোগ তুলেন শহরবাসী।
এ ব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে ইমামা বানিন বলেন, মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভাদুঘর গ্রামে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানকালে ৬০০ ফুট পাইপলাইন অপসারণ, ২৬৮০ ফুট পাইপ সিমেন্ট পোরিংয়ের সাহায্যে অকেজো করে ৫৬টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তিনি  বলেন, এ সব ঘটনায় বাংলাদেশ গ্যাস আইন-২০১০ ধারায় ৬টি মামলায় ৬৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ গ্যাস সংযোগে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনা হবে। তিনি বলেন, জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে। অভিযানকালে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানীর কর্মকর্তাগন ও পুলিশ উপস্থিত ছিলেন।