আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

মেট্টোসেম গ্রুপের উদ্যোগে ৪৮ বছর পর শহীদ মিনার পেল সেই বিদ্যালয়

বিজয়নগর 22 February 2022 ২০৬

বিজয়নগর।।
৪ যুগ ধরে ক্ষুদে শিক্ষার্থী ও শিক্ষকরা প্রতিবছর ২১ ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে আসছে কাঁচা কলাগাছ ও বাঁশ বেশ, রঙ্গিণ কাগজ দিয়ে অস্থায়ী ভাবে নির্মিত শহীদ মিনার তৈরি করে। কলাগাছের তৈরি শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আসছে নিদারাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নে ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয় নিদারাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রতিষ্ঠার পর থেকে এ বিদ্যালয়ে ভাষা শহীদদের স্মৃতিস্তম্ভ শহীদ মিনার না থাকায় কলাগাছের তৈরী শহীদ মিনার তৈরি করে প্রতিবছর স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করা হতো। এমন চিত্র উক্ত প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র সাংবাদিক এস এম জহিরুল আলম চৌধুরী( টিপু)র মাধ্যমে বিগত ২০১৯ সালে এ বিদ্যালয় প্রাঙ্গণে কলাগাছ, বাঁশ বেত,রঙ্গিন কাগজ দিয়ে শিক্ষার্থীরা শহীদ মিনার তৈরী করে যে শ্রদ্ধা জানাতো তা নিয়ে একাধিক সংবাদপত্রে সংবাদ প্রকাশ ও প্রচার করেন। এরই প্রেক্ষিতে চলতি বছরে ‘ মেট্টোসেম গ্রুপ’ কর্তৃপক্ষের দৃষ্টিতে আসে বিদ্যালয়ে সেই ব্যতিক্রম আয়োজনে ভাষা দিবস পালনের চিত্রটি। এর ধারাবাহিকতায় চলতি বছরের ফেব্রুয়ারী মাসে এবিদ্যালয়ে ‘ভাষার ভালোবাসায় চেতনার নির্মাণে, শহীদ মিনার হোক সকল শিক্ষা প্রাঙ্গণে’ এই স্লোগান সামনে রেখে একটি স্থায়ী শহীদ মিনার নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন মেট্টোসেম গ্রুপ। মেট্টোসেম গ্রুপের উদ্যোগে দীর্ঘ ৪৮ বছর পর নিদারাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্মিত হতে যাচ্ছে ভাষা শহীদদের স্মৃতিসম্বলিত দৃষ্টিনন্দন একটি শহীদ মিনার।২১শে ফ্রেব্রুয়ারী সোমবার বিকালে মেট্টোসেম গ্রুপের নিজস্ব অর্থায়নে দৃষ্টিনন্দন শহীদ মিনারে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ভিত্তিপ্রস্তর শেষে বিদ্যালয় প্রাঙ্গণে মেট্টোসেম গ্রুপের আয়োজনে উপজেলা শিক্ষা অফিসার শাহেনেওয়াজ পারভীন এর সভাপতিত্বে ও সাংবাদিক এস এম জহিরুল আলম চৌধুরী ( টিপু) সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ।বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাবেয়া আসফার সায়মা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর জাহান, মেট্টোসেম গ্রুপের হেড অব ব্রান্ড হুমায়ন মোর্শেদ খান, ইউপি চেয়ারম্যান সারোয়ার রহমান ভূঞা। প্রমুখ।