
সরাইল।।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সোহরাব মিয়া (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে সরাইল-নাসিরনগর-লাখাই-আঞ্চলিক মহাসড়কের উপজেলার কুট্টাপাড়া এলাকার একটি কবরস্থানের বট গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত সোহরাব মিয়ার বাড়ি জেলার নবীনগর উপজেলার রসুল্লাবাদ ইউনিয়নের কালঘর গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে। সোহবারের পরিবারের লোকজন জানান, সে মানসিক রোগী ছিলো।
পুলিশ জানায়, সোমবার ভোরে এক কৃষক জমিতে যাওয়ার সময় কবরস্থানের বটগাছে ঝুলন্ত মানুষ দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ বেলা ১১টার সময় ঘটনাস্থলে পৌছে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। পুলিশ বটগাছের নীচে পড়ে থাকা ওই যুবকের ব্যাগে থাকা জন্ম নিবন্ধন সনদপত্র পেয়ে তার পরিবারের সাথে যোগাযোগ করলে বেলা ১১টায় তার পরিবারের লোকজনের উপস্থিতিতে বটগাছ থেকে লাশ নামান।
মৃত সোহবার মিয়ার মা তাছলিমা বেগম বলেন, সোহরাব মিয়া বেকারিতে কাজ করতো। তার মানসিক সমস্যা রয়েছে। গত শুক্রবার টিকা দেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি।
এ ব্যাপারে সরাইল থানার ওসি মোঃ আসলাম হোসেন বলেন, জন্ম নিবন্ধনের সূত্র ধরেই মৃতের ঠিকানা ও পরিবারের সন্ধান পেয়েছি। সোহরাবের মা ও প্রতিবেশীরা লাশ সনাক্ত করেছেন। ময়না তদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।