আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

বিজয়নগরে বিজিডির ১৩ বস্তা নষ্ট চাল উদ্ধার

বিজয়নগর, সারাদেশ 22 February 2022 ৫৪১

বিজয়নগর।।
বিজিডির ১৩ বস্তা নষ্ট চাল উদ্ধার করেছে
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়ন পরিষদের কার্যালয় থেকে। আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদ থেকে এ চাল উদ্ধার করা হয়। জানা যায়, সকালে নব নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারগণ শপথ গ্রহণের পর কার্যালয়ে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান শেষে পরিষদের হলরুমের দরজা খুলে ভিতরে প্রবেশ করলে ১৩ বস্তা বিজিডির চাল দেখতে পায়। পরে পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যবৃন্দ উপজেলা প্রশাসনকে চালের বিষয়টি অবহিত করলে প্রশাসনের লোকজন এসে বস্তা খুলে ১১ বস্তা নষ্ট চাল ও ২ বস্তা ভালো চাল দেখতে পায়। এ ব্যাপারে নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব কাজী সায়্যিদুল ইসলাম জানান, পরিষদের লোকজন নিয়ে হলরুম দেখতে গেলে অবন্টনকৃত চালের বস্তা গুলো দেখতে পেয়ে উপজেলা নির্বাহী অফিসারকে ফোনে জানায়। তিনি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে পাঠিয়ে চালগুলো উদ্ধার করেন। এই চালগুলো তিনি গরীবদের বণ্টন না করে রেখে দিয়েছেন। এ ব্যাপারে ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাজী জিতু মিয়া বলেন, বিজিডির চালগুলি সুবিধাভোগীরা না নেওয়াতে চালগুলো রয়ে গিয়েছে। আমি বিক্রি না করে পরিষদে রেখে দিয়েছি।ইউপি সচিব মোঃ আবুল হোসেন বলেন, রুমের চাবি চেয়ারম্যানের কাছে থাকে এবং তিনি বণ্টন না করে রেখে দিয়েছেন। আমি এই বিষয়ে কিছু জানি না এবং চেয়ারম্যান আমার কথা শুনতো না।উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ বলেন, খবর পেয়ে মহিলা বিষয়ক কর্মকর্তা রউনক আরাকে পাঠিয়ে নষ্ট চালগুলো ধ্বংস করা হয়েছে। ভালো চালগুলো বর্তমান চেয়ারম্যানের কাছে রাখা হয়েছে। মহিলা বিষয়ক কর্মকর্তা সরেজমিনে তদন্ত করেছে। তার নিকট থেকে লিখিত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।