আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

অগ্নিদগ্ধ সেই ছেলের মৃত্যুর পর চলে গেলেন বাবাও

অন্যান্য, আশুগঞ্জ 23 February 2022 ১৮৩

আশুগঞ্জ।।

অগ্নিদগ্ধ হয়ে শিশু ছেলে মৃত্যুর পর বাবা মকবুল হোসেনও মারা গেছেন। আজ বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মকবুল আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের শরীফপুর গ্রামের কান্দাপাড়া সফর মিয়ার ছেলে।
আগুনে দগ্ধ মকবুলের স্ত্রী রেখা বেগম ও তার আরেক ছেলে জয় এবং তাদের প্রতিবেশী জামিয়া রহমান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আশুগঞ্জ থানা ওসি আজাদ রহমান অগ্নিদগ্ধ মকবুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত সোয়া ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের শরীয়তনগর এলাকার আলাই মিয়ার পাঁচতলা বিশিষ্ট ভবনের নিচতলায় আগুন লাগে। নিচতলার একটি বাসায় স্ত্রী ও দুই ছেলে সন্তান নিয়ে ভাড়া থাকতেন মকবুল হোসেন। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আশুগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। পরে বাসার ভেতর থেকে মকবুল হোসেনের শিশু ছেলে জুবায়েরের অগ্নিদগ্ধ মরদেগ উদ্ধার করে। এ ঘটনায় অগ্নিদগ্ধ মকবুল ও তার স্ত্রী রেখা বেগম এবং বড়ছেলে জয়কে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।