
ব্রাহ্মণবাড়িয়া।।
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) এর প্রতিষ্ঠাতা-আচার্য কৃষ্ণকৃপাতিশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে শহরের মধ্যপাড়াস্থ রাধামাধব মন্দিরে অনুষ্ঠিত হয় কীর্তন মেল। পরিবেশন করেন অচ্যুত কেশব দাস। এরপর পৌনে ৫টায় ভক্তিবেদান্ত প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠিত হয়। পরে পৌনে ৬টায় অনুষ্ঠিত হবে সন্ধ্যা আরতি। আরতি শেষে সন্ধ্যা ৭টায় কৃষ্ণভাবনামৃত সেমিনার অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিভূতি ভূষণ দেবনাথ। শ্রী শ্রী রাধামাধব মন্দিরের ইসকনের অধ্যক্ষ প্রবীর দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের সহযোগী অধ্যাপক পার্থ প্রতীম চক্রবর্তী, সেমিনার প্রধান বক্তার বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক সনাতন কৃপা দাস। শুভেচ্ছা বক্তব্য রাখেন নাসিরনগর বিজয়লক্ষ্মী স্কুল এন্ড কলেজের প্রভাষক প্রাণেশ্বর গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী। উক্ত অনুষ্ঠানমালায় ভক্তবৃন্দরা উপস্হিত ছিলেন।