
আখাউড়া।।
ব্রাহ্মণবাড়িয়া জেলায় আখাউড়ায় নামা না জানাএক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে আখাউড়া পৌরসভার বাইপাস সড়কের পল্লীবিদ্যুৎ অফিস সংলগ্ন একটি বাড়ির সামনে (৩৫) বছরের ব্যাক্তির লাশটি উদ্ধার করা হয়েছে।আখাউড়া থানার ওসি মিজানুর রহমান জানান, পুলিশের টহলকারী একটি দল বাইপাস সড়কে টহল দেওয়ার সময় তারা একটি বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশার পাশে নাম না জানা এক ব্যক্তির লাশ দেখতে পায়। পরে লাশটি উদ্ধার করে পুলিশ। মারা যাওয়া ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।