
আশুগঞ্জ।।
সাত মাসের অন্তঃসত্ত্বা অগ্নিদগ্ধ রেখার মৃত সন্তান প্রসব করেছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায়। বাবা ও ভাইয়ের পাশেই ওই নবজাতকের লাশ দাফন করা হয়। ঢাকায় একটি হাসপাতালে আইসিইউতে থাকা রেখা বেগম ও তার আরেক ছেলে জয়ের অবস্থাও আশঙ্কাজনক রয়েছে।
মকবুলের চাচা শরীফ হোসেন জানান, মঙ্গলবার রাতে অগ্নিদগ্ধ রেখা সাত মাসের অন্তঃসত্ত্ব ছিলেন। বুধবার রাতে প্রসব বেদনা শুরু হলে চিকিৎসকরা বার্ন ইউনিটেই রেখার স্বাভাবিক প্রসব করান। তবে নবজাতকটি মৃত ছিল। তিনি আরো জানান, রেখা ও জয়কে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।
আশুগঞ্জ উপজেলা সদরের শরীয়তনগর এলাকায় একটি বাড়িতে মঙ্গলবার রাতে লাগা আগুনে ঘটনাস্থলেই শিশু মো. জুবায়ের ও বুধবার বিকেলে তার বাবা মারা যায়। সংশ্লিষ্টরা খোঁজ নিয়ে জানতে পারেন যে, গ্যাস ছড়িয়ে পড়ার পর ম্যাচের কাঠি জ্বালানোয় অগ্নিকাণ্ড হয়। এরপর সিলিন্ডার বিস্ফোরণ হলে হতাহতের এ ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে শর্টসার্কিটে আগুন লাগে বলে ধারণা করা হয়।