আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

নবীনগরে পিকআপ ভ্যানের ধাক্কায় মটর সাইকেল আরোহী নিহত

নবীনগর 25 February 2022 ২০২

নবীনগর।।

পিকআপ ভ্যানের ধাক্কায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক মোটরসাইকেলে আরোহী নিহত এবং দুইজন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে নবীনগর কোম্পানীগঞ্জ সড়কের চারপারা ব্রীজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শ্রাবণ উপজেলার লাউর ফতেহপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। এ ঘটনায় আহত হয় একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাজু এবং বাবুল মিয়ার ছেলে কাউছার। নিহতের স্বজন রাকিবুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে শ্রাবণসহ ৩ মোটর সাইকেল আরোহী লাউর ফতেহপুর গ্রামের দিকে যাচ্ছিলেন। এসময় তারা নবীনগর কোম্পানিগঞ্জ সড়কের চারপারা ব্রীজ সংলগ্ন এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে শ্রাবন,রাজু, কাউছার ছিটকে পরে গুরুতর আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় ৩জন মোটরসাইকেল আরোহীকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেয়ার পর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোশরাত ফারখান্দা জেবিন শ্রাবণকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রাজু(২৪) ও কাউছার (২৬)নামে দুই যুবককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।