
ঢাকা।।
২৫ ফেব্রুয়ারি শুক্রবার ধানমন্ডির এই ‘মৃদঙ্গ’ মঞ্চে অনুষ্ঠিত হয়েছে ‘অন্তহীন ভালোবাসা’র মোড়ক উম্মোচন । মোড়ক উম্মোচন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাহিত্যিক নাজমুল আহসান চৌধুরী; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন সাবেক অতিরিক্ত সচিব বাবু স্বপন সরকার; হাওয়াইয়ান গিটার শিল্পী, সুরকার ও স্বরলিপিকার এনামুল কবির; ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আশীষ তালুকদার; সাংবাদিক ও সাংস্কৃতিক গবেষক খালিদ খলিল শিমুল; টঙ্গী সরকারি কলেজের অধ্যাপক ড. বিমল মল্লিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও পৃষ্ঠপোষক গোলাম ফারুক। কাব্যগ্রন্থটি লিখেছেন ব্রাম্মনবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের অবস এন্ড গাইনোকলজিস্ট সহকারী অধ্যাপক ডা. রনজিৎ বিশ্বাস।এই অনুষ্ঠানটি তার মেয়ে আহীর ভৈরবীকে ঘিরে আবর্তিত। মোড়ক উম্মোচন, আলোচনা শেষে সঙ্গীতানুষ্ঠান হয়েছে। আরেকটি তথ্য জানিয়ে রাখি- আহীরের গ্রামের বাড়ি মাদারীপুরে আহীরের স্মৃতিকে ধরে রাখতে ‘ভৈরবী মন্দির’ স্থাপনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। সকলের আশীর্বাদ কামনা করছি। পরিশেষে সকল সাংবাদিক বন্ধু এবং সুধী যারা এসেছেন সকলকে আবারো ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি।অন্তহীন ভালোবাসা’ আমার একটি কাব্যগ্রন্থ- ‘কন্যার প্রতি বাবার প্রতিদিনের ভালোবাসার কথামালা’।
অন্তহীন ভালোবাসা’ কাব্য গ্রন্থে মলাটবন্দী কবিতাগুলো রুচিশীল মাধুর্যে, সরল ভাষায় তুলে ধরতে। আমার এই কাব্যগুলোতে উঠে এসেছে সন্তান হারানো বাবার ভালোবাসার কষ্টগুলো, সন্তানদের সাথে বাবা মায়েদের নিগূঢ় সম্পর্কের বাণী। আমার এই ‘অন্তহীন ভালোবাসা’ কাব্যগ্রন্থ পাঠে পাঠককূল যেমন আনন্দ পাবেন, কষ্ট পাবেন- যারা সন্তান হারিয়েছেন তারা নিজে এবং পরিবারের সুখ দুঃখের হিসাব মেলাতে পারবেন, আপনজনের হারিয়ে যাওয়ার বেদনা গুলো খুঁজে পাবেন।