আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

বিজয়নগরে বন্য প্রাণীর ছানা উদ্ধার

বিজয়নগর, সারাদেশ 26 February 2022 ২০২

বিজয়নগর।।

বাঘের ছানার মত দেখতে এক বন্য প্রাণীররছানা উদ্ধার করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে। উপজেলার হরষপুর ইউনিয়নের বাগদিয়া আমতলী গ্রামে আব্দুর রহমান এই বন্য প্রাণীর ছানাটি উদ্ধার করেন ।
জানা যায়, আব্দুর রহমান তার শশুড়বাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকা পাহাড়পুর ইউনিয়নের বামুটিয়া গ্রামে সন্ধা ৭টার সময় বেড়াতে গেলে এক নির্জন স্থানে এই ছানাটি পরে থাকতে দেখতে, সে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে আসে। বাঘের ছানার উদ্ধারের খবর পেয়ে এলাকার লোকজন তাঁর বাড়িতে লোকজন ভিড় জমায়।
এই বন্য ছানাটি দেখতে বাঘের ছানার মত হওয়ায় যে কেউ মেরে ফেলতে পারে ভেবে ছানাটিকে আমার বাড়িতে নিয়ে আসেন। ছানাটি মাংস আর দুধ ছাড়া কিছু খাই না। বন্য প্রাণীটির সুরক্ষার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন উদ্বার কারী ব্যাক্তি।
এ বিষয়ে বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ জানান, আমি ছানটিকে দেখেছি এবং বন্য প্রানীর সুরক্ষায় ব্যবস্থা গ্রহণ করছি এবং বনবিভাগের সাথে কথা হয়েছে তারা দ্রুততম সময়ের মধ্যে এসে ব্যাবস্হা গ্রহন করবেন।