
ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজে সাধারণত সাইন্টিফিক সেমিনার বা কনফারেন্স নিয়েই প্রোগ্রাম করে থাকে। আজ ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে ব্যতিক্রমী অনুষ্ঠানের মাধ্যমে মোহিত করেছে ডা.রনজিত বিশ্বাস কে।কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা “অন্তহীন ভালোবাসা” কাব্যের উপর একটি অনুষ্ঠানের আয়োজন করেন। ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা.আবু সাইদ কে “অন্তহীন ভালোবাসা” কাব্যগ্রন্থের কপি প্রদান করেন এ কাব্যের লেখক ডা.রনজিত বিশ্বাস। অনুষ্ঠানে কলেজের শিক্ষকগন ছারাও উপস্থিত ছিলেন কবি ও চিকিৎসক ডা.তৌহিদ আহমেদ, ব্রাহ্মণবাড়িয়ার জনপ্রিয় চিকিৎসক ডা. খোকন দেবনাথ, ডা.গোপা পাল। আলোচনার মাঝে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে চেয়ারম্যান ডা.আবু সাইদ নিজেই কাব্যের অভিমানী কবিতাটি আবৃত্তি করেন।এ সময় সবার হৃদয়ে নাড়া দিয়েছে।এই কব্য গ্রন্তের লেখক তার মেয়ের প্রতি যে ভালবাসা দেখিয়েছেন সত্যি তা হৃদয়কে নাড়া দেওয়ার।তিনি এই গ্রন্তটি মেয়ে আহরী ভৈরবীর প্রতি তার মমত্ব বোধ ও ভালবাসা দেখিছেন।একজন বাবা হিসেবে তার কতটুকু মমত্ব তা তিনি এই কাব্যগ্রন্তের মাধ্যমে প্রকাশ করেন।