
ব্রাহ্মণবাড়িয়া।।
আগামী ৫ মার্চ অনুষ্ঠতিব্য ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভাকে সফল করার লক্ষ্যে শৃঙ্খলা ও খাদ্য ব্যবস্থাপনার জন্য জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকারকে আহবায়ক এবং স্থানীয় সংসদ সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপিসহ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি হেলাল উদ্দিন, মজিবুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, গোলাম মহিউদ্দিন খান খোকন, সাংগঠনিক সম্পাদক এড. মাহবুবুল আলম খোকন, বাণিজ্য সম্পাদক শাহ আলম, কোষাধ্যক্ষ হাজী মহসিন মিয়া ও শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামকে সদস্য করে একটি উপ কমিটি গঠন করা হয়। সভার শৃঙ্খলারস্বার্থে সভাস্থলের বাইরে কোন জমায়েত বা মিছিল কিংবা শ্লোগান দেয়া যাবে না। সভায় আমন্ত্রিত ব্যাজধারী কোন সদস্য ছাড়া অন্য কোন নেতাকর্মী সভাস্থলে প্রবেশ করতে পারবে না। প্রস্তুতি সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জেলা আওয়ামীলীগ সভাপতি, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি’র সভাপতিত্বে জেলা আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের উপস্থিেিত সভায় অন্যান্যের মধ্যে সাবেক পৌর মেয়র হেলাল উদ্দিন, তাজ মোঃ ইয়াছিন, মুজিবুর রহমান বাবূল, মাহবুবুল বারী চৌধুরী মন্টু, গোলাম মহিউদ্দিন খান খোকন, এড. মাহবুবুল আলম খোকন, আলহাজ্ব শাহ আলম, হাজী মহসিন মিয়া, তানজিল আহমেদ, এডঃ শাহনুর ইসলাম, এড. লোকমান হোসেন, জায়েদুল হক, এম এ এইচ মাহবুব আলম, রফিকুল ইসলাম, রাবিয়া খাতুন, রবিউল হোসেন রুবেল, আসাদুজ্জামান আসাদ ও শাহপরাণ প্রমুখ উপস্থিত ছিলেন।-খবর বিজ্ঞপ্তির