কসবা।।
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় আইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক এম.পি’র বাবার নামে প্রতিষ্ঠিত সিরাজুল হক স্কুল এন্ড কলেজের যাত্রা শুরু হয়েছে। বুধবার একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ উৎসব ও ওরিয়েন্টেশন ক্লাসের মধ্য দিয়ে এর যাত্রা শুরু হয়। প্রতিটি বিভাগের ভিন্ন-ভিন্ন শাখায় নবীনদেরকে ওরিয়েন্টেশন ক্লাসে শুভেচ্ছা জানিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন শিক্ষকরা। গত বছরের ২৮ অক্টোবর কলেজটি পাঠদানের অনুমতি পায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজুল হক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আমিরুল ইসলাম। প্রতিষ্ঠানের বিদ্যোৎসাহী সদস্য মো. কাজী আমিনুর রহমান, কায়েমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইকতিয়ার আলম রনি, কসবা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কাজি মানিক প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।জানা যায়, ১৯৪৭ সালে শিক্ষার প্রসার বৃদ্ধির জন্য উপজেলার পানিয়ারূপ গ্রামের সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট সিরাজুল হক এই স্কুলটি প্রতিষ্ঠা করেন। দীর্ঘসময় পর তাঁর সন্তান আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হকের চেষ্টায় ২০২০ সালের ২৮ অক্টোবর সিরাজুল হক স্কুলটি কলেজে রুপান্তরিত হয়েছে।
Copyright © 2022 Amaderkatha | Design & Developed By: Design Ghor