
সরাইল।।
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে বাকপ্রতিবন্ধী তরুণীকে যৌন নিপীড়নের অভিযোগে যুবকে গ্রেফতার করেছে।
বুধবার (২ মার্চ) রাতে তাকে উপজেলার চুন্টা ইউনিয়নের নরসিংহপুর গ্রাম থেকে তরুণীকে যৌন নিপীড়নের অভিযোগে আদু মিয়া (৩২) নামের এক যুবকে গ্রেফতার করে থানা পুলিশ। আদু মিয়া ওই গ্রামের জাগিরওজি পাড়ার আফিল উদ্দিনের ছেলে। এ ঘটনায় রাতে মামলা দায়েরের পর আজ বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী তরুণীর মামা অভিযোগ করেন, সন্ধ্যা আমাদের বাড়ি থেকে পাশে নিজেদের বাড়ি ফেরার সময় আমার ভাগনিকে প্রতিবেশী আদু মিয়া তার মুখ চেপে ধরে দুইতলার ছাদে নিয়ে যায়। সেখানে হাত-পা বেঁধে ও মুখে কাপড় চেপে ধর্ষণ করেন। এরপর তাকে ছেড়ে দিলে রক্তাক্ত অবস্থায় আমাদের বাড়িতে আসে। পরে আমরা পুলিশকে অবহিত করলে আদু মিয়াকে মধ্যরাতে গ্রেফতার করে পুলিশ।
সরাইল থানার ওসি আসলাম হোসাইন বলেন,অভিযুক্ত আদু মিয়াকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।