
ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি প্রকৃতির সান্নিধ্যে শিশুরা এই ভাবনা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় শিশু-কিশোরদের নিয়ে ৩ দিনব্যাপী চিত্রাঙ্কন কর্মশালার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলার পৌর এলাকার গোকর্ণ ঘাট উচ্চ বিদ্যালয় চত্বরে কথা সাহিত্যিক অদ্বৈত মল্লবর্মণকে উৎসর্গ করে ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যম আয়োজিত চিত্রাঙ্কন ক্যাম্পের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান ডা. মো. আবু সাইদ। এতে গোকর্ন ঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল ভৌমিকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, সাবেক কাউন্সিলর মো. ফেরদৌস, সাংবাদিক জালাল উদ্দিন রুমি প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, শিশু কিশোরদের মেধা ও মননশীলতার বিকাশে ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যম সুদীর্ঘ বছর ধরে নিরন্তরভাবে কাজ করে যাচ্ছে। আমরা আশা করি শিশু কিশোরদের সৃজনশীলতা বাড়াতে শিশু নাট্যম তাদের কার্যক্রমের ধারাবাহিকতাকে ধরে রাখবে।ব্রাহ্মণবাড়িয়া ঐতিহ্যবাহী তিতাসি নদীর পাড়ে শিশু নাট্যমের অর্ধশতাধিক শিশু কিশোর চিত্রাঙ্কন ক্যাম্পে অংশগ্রহণ করছে।