
সরাইল।।
১২ বছরের শিশুকে অচেতন করে অটোরিকশা ছিনতাই
অভাব-অনটনে পড়াশোনা করা হয়নি রায়হানের। ১২ বছর বয়সে সংসারের হাল টানতে অটোরিকশা চালানো শুরু করে সে। বুধবার (২ মার্চ) দিবাগত রাতে শিশু রায়হানকে অচেতন করে তার একমাত্র আয়ের উৎস অটোরিকশাটি নিয়ে যায় ছিনতাইকারীরা। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের সরাইল-কালীকচ্ছ ফাঁড়ি সড়কের বড্ডাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রায়হান সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের কালীকচ্ছ সুরিয়াকান্দি গ্রামের আবুল হোসেনের ছেলে। অচেতন অবস্থায় অটোরিকশা চালক রায়হানকে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রায়হানের বাবা আবুল হোসেন জানান, রাত ৮টার দিকে কালীকচ্ছ থেকে মুঠোফোনে এক ব্যক্তি তাকে জানান, তার ছেলে রায়হান অচেতন অবস্থায় বড্ডাপাড়া এলাকায় রাস্তায় পড়ে আছেন। ফোন পাওয়ামাত্র ঘটনাস্থলে গিয়ে রায়হানকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরবর্তীতে জেলা সদর হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যান তিনি।
আবুল হোসেন আরও জানান, তার ছেলে অচেতন। দেখে মনে হচ্ছে, ছিনতাইকারীরা পানীয় বা জুসের কিছু খাওয়ায়ে অচেতন করে অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে। তিনি আরও জানান, তার পাঁচ ছেলে। সংসারে অভাব-অনটন কোনভাবে যাচ্ছিল না। অনেক টাকা দেনা করে তিন ছেলেকে বিদেশ পাঠিয়েছিলেন। কিন্তু করোনা ভাইরাসের কারণে তারা তিনজনকেই দেশে ফিরতে হয়েছে। শেষমেশ তার ছোট ছেলে রায়হানকে ৯০ হাজার টাকা দিয়ে ব্যাটারিচালিত একটি অটোরিকশা কিনে দেন। টুকটাক যা আয় হতো তা দিয়েই কোনরকম চলে সংসার। আয়ের শেষ উৎস অটোরিকশাটি ছিনতাইকারীরা নিয়ে গেলো।
সরাইল থানার ওসি আসলাম হোসেন জানান, বুধবার সন্ধ্যার দিকে বড্ডাপাড়া এলাকায় একটি অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা শুনেছি। খোঁজ পেয়ে ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। আহত শিশুটি জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।