আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

আশুগঞ্জে টোল প্লাজা থেকে ১০০ বোতল ফেন্সিডিলসহ আটক-১

আশুগঞ্জ 4 March 2022 ১৯৫

আশুগঞ্জ।।
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে টোলপ্লাজা থেকে ১০০ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক কারবারিকে আটক করেছে আশুগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার রাত ১২টায় সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোল প্লাজায় এ অভিযান পরিচালনা করে পুলিশ। আটককৃত মাদক কারবারির নাম-মোঃ জাকির হোসেন। তিনি  ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার খোলাপাড়া গ্রামের মোঃ আক্তারুজ্জামানের ছেলে ।
থানা পুলিশ জানায়- জাকির হোসেন দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকা থেকে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদক ঢাকা নিয়ে বিক্রি করত।
এ বিষয়ে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজাদ রহমান বলেন- গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোপ্লাজায় পুলিশের তল্লাসী চৌকি বসালে তাকে দেখে সন্দেহ হলে পুলিশ তাদের সাথে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ১০০ বোতল ফেন্সিডলসহ ১ জন মাদক কারবারিকে আটক করে। পরে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়।