আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

আজ জেলা আ.লীগের বর্ধিত সভা

ব্রাহ্মণবাড়িয়া সদর, রাজনীতি 5 March 2022 ২৩২

ব্রাহ্মণবাড়িয়া।।
আজ ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা। শহরের সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে সকালে অনুষ্ঠিতব্য বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী। যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা রআম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এড. আনিসুল হক এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সংসদীয় কমিটির সভাপতি ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম, বিএম ফরহাদ হোসেন সংগ্রাম, এবাদুল করিম বুলবুল এমপি, মিসেস উম্মে ফাতেমা নাজমা শিউলি আজাদ এমপি। স্থানীয় সংসদ সদস্যবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সভা সঞ্চালনা করবেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। সভায় জেলা আওয়ামীলীগ কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা মন্ডলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, আহবায়ক ও যুগ্ম আহবায়ক (১), নৌকা প্রতিকে নির্বাচিত পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যান এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ অংশগ্রহণ করবেন।
এদিকে বর্ধিত সভা সফলভাবে আয়োজনের লক্ষ্যে সম্প্রতি জেলা আওয়ামীলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শৃঙ্খলা ও খাদ্য ব্যবস্থাপনার জন্য একটি উপ কমিটি গঠন করাসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এসবের মধ্যে রয়েছে বর্ধিত সভার শৃঙ্খলা রক্ষায় সভাস্থলের বাইরে কোন জমায়েত বা মিছিল কিংবা স্লোগান দেয়া যাবে না। এমনিভাবে সভায় আমন্ত্রিত ব্যাজধারী কোন সদস্য ছাড়া অন্য কোন নেতাকর্মী সভাস্থলে প্রবেশ করতে পারবে না। প্রস্তুতি সভায় শৃঙ্খলা ও খাদ্য ব্যবস্থাপনার জন্য গঠিত উপকমিটির আহ্বায়ক করা হয়েছে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকারকে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন সংসদ সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেলাল উদ্দিন, মজিবুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, গোলাম মহিউদ্দিন খান খোকন, সাংগঠনিক সম্পাদক এড. মাহবুবুল আলম খোকন, বাণিজ্য সম্পাদক শাহ আলম, কোষাধ্যক্ষ হাজী মহসিন মিয়া ও শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।
প্রস্তুতি সভায় জেলা আওয়ামীলীগ সভাপতি, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি’র সভাপতিত্বে জেলা আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের উপস্থিেিত সভায় অন্যান্যের মধ্যে সাবেক পৌর মেয়র হেলাল উদ্দিন, তাজ মোঃ ইয়াছিন, মুজিবুর রহমান বাবূল, মাহবুবুল বারী চৌধুরী মন্টু, গোলাম মহিউদ্দিন খান খোকন, এড. মাহবুবুল আলম খোকনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।