আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় ২ যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়া সদর 5 March 2022 ২৪৭

ব্রাহ্মণবাড়িয়া।।

ট্রাকচাপায় ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ সময় আরও একজন গুরুতর আহত হয়েছেন।আজ শনিবার (৫ মার্চ) রাত ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার
আগরতলা-সুলতানপুর সড়কের চিনাইর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর পৌরসভার কলেজ পাড়ার ওমর আলীর ছেলে মোহাম্মদ নাজেল (২৩) ও পৌরসভার দাতিয়ারার বাসিন্দা মামুন ভূঁইয়ার ছেলে নাজিম ভূঁইয়া (২৪)। এছাড়া এ দুর্ঘটনায় এনামুল (২৬) নামের আরেক যুবক গুরুতর আহত হন। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাতে একটি মোটরসাইকেলযোগে তিন যুবক আখাউড়ার দিকে যাচ্ছিলেন। পথে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চিনাইর নামক এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে এতে দুজন নিহত ও একজন আহত হন। হতাহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন বলেন, তিনজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এরমধ্যে দুজন হাসপাতালে আসার আগেই মারা যান। একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে৷