
নবীনগর।।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সলিমগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো.আব্দুল্লাহ আল মামুনের দিকনির্দেশনায় এএসআই ইয়াকুব আলীর নেতৃত্বে সংগীয় ফোর্সের সহায়তায় রবিবার(০৬) ফেব্রুয়ারি বিকালে মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে গাঁজা সহ ০১ জন মাদক পাচারকারী কে গ্রেফতার করেছে সলিমগঞ্জ নৌ-পুলিশ ইউনিট। গ্রেফতারকৃত ব্যক্তি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার লতুয়া মোড়া গ্রামের আব্দু মিয়ার ছেলে মো.আইনুল ইসলাম (৩৮)।সলিমগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো.আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান,রবিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে সোনাবালুয়া নৌকা ঘাট থেকে উপরোক্ত আসামি কে ০৫ কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়।