আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

আখাউড়ায় ৪ নারী ছিনতাইকারি আটক

আখাউড়া 8 March 2022 ২০৯

আখাউড়া।।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলস্টশনে সংঘবদ্ধ ৪ নারী ছিনতাইকারীকে আটক করেছে রেলওয়ে পুলিশ। আহ মঙ্গলবার (০৮মার্চ) সকালে রেলস্টেশনের ১ নং প্লাটফরম থেকে পুলিশ তাদের আটক করা হয়। আটককৃতরা হল পাশ্ববর্তী হবিগঞ্জ জেলার সদর উপজেলার উসাইল গ্রামের কাচারহাটি পাড়ার জোসনা আক্তার (৩৫), সাফিয়া বেগম (৩০), রেজিয়া (২৬) ও নাছিমা আক্তার (৩০)। রেলওয়ে পুলিশ জানায়, সকাল সোয়া ১০ টায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনটি আখাউড়া রেলস্টেশনে যাত্রাবিরতি দিলে আটককৃত ওই চার নারী ভীড় ঠেলে ট্রেনে উঠে।পরে ভীড়ের মধ্যে এক নারী যাত্রীর গলা থেকে স্বর্ণের চেইন টেনে নিয়ে দ্রুত নেমে পড়ে। এসময় ওই যাত্রী চিৎকার করলে স্টেশনের কর্তৃব্যরত পুলিশ সদস্যরা তাদের আটক করে। পরে উদ্ধারকৃত চেইন পুলিশ সদস্যরা ওই যাত্রীকে বুঝিয়ে দেয়। আখাউড়া রেলওয়ে থানার ওসি মাজারুল করিম বলেন, আটককৃত নারীরা পেশাদার ও সংঘবদ্ধ চোর। এর আগেও তাদের একাধিকবার আটক করে আদালতে সপোর্দ করা হয়েছিল। তিনি আরো বলেন আটককৃতদেও মামলাসহ আদালতে পাঠানো হয়েছে।